সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

বিটকয়েন কি? কিভাবে বিটকয়েন কাজ করে?

  বিটকয়েন কি? আস্সালামুআলাইকুম সবাইকে, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা Bitcoin Or BTC নিয়ে কথা বলবো।  বিটকয়েন হলো একটি Digital Currency. য... thumbnail 1 summary

 


বিটকয়েন কি?

আস্সালামুআলাইকুম সবাইকে, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা Bitcoin Or BTC নিয়ে কথা বলবো। 

বিটকয়েন হলো একটি Digital Currency. যেটা আমাদের টাকার মতো সত্যিকার নোট অথবা কয়েন নাই। আমরা হাতে এটা দরতে পারবো না। এটা Just একটা সংখ্যা মাত্র।

বিটকয়েন কিভাবে বিটকয়েন কাজ করে?

আমরা বিটকয়েন কেনা-বেচা করতে পারি। আমরা বিটকয়েন দিয়ে Shopping করতে পারবো। যদিও বাংলাদেশে বিটকয়েন অবৈধ। কিন্তু খুব শিগ্রই বাংলাদেশে বিটকয়েন বৈধ হবে। আমরা যেমন বিকাশ অথবা নগদ Apps দিয়ে যে ভাবে টাকা লেনদেন করি।ঠিক তেমনি আমরা বিটকয়েন Transaction করতে Blockchain Apps অথবা Binance Exchange এর Wallet ব্যবহার করতে পারবো।

আমরা বাংলাদেশীরা কিভাবে বিটকয়েন কিনবো?

আমরা বংলাদেশীরা বিটকয়েন Binance Exchange থেকেও কিনতে পারবো এবং Telegram এর কিছু Buy-Sell গ্রুপ থেকে কিনতে পারবো। বর্তমানে ১ ডলার বিটকয়েন=০.০০০০২০ বিটকয়েন। বাংলাদেশী ১ ডলার বিটকেয়েনের বিক্রয় মূল্য ৪৬-৯৫ টাকা।

কিভাবে বিটকয়েন আয় করব?

আমরা বিভিন্ন Way তে বিটকয়েন আয় করতে পারি। প্রথমত আমরা Bitcoin Mining করতে পারি। বিটকয়েনের মাইনিং Machine দিয়ে বিটকয়েন মাইনিং করা যায়। তবে এখনো বাংলাদেশে বিটকয়েন মাইনিং Machine আসেনি। দ্বিতীয়ত, আমরা Crypto Exchange থেকে Trading করে Bitcoin ইনকাম করতে পারি।

বিটকয়েনের ইতিহাস

২০০৯ সালে “Satoshi Nakamato” নামের এক ব্যাক্তি এই বিটকয়েন আবিষ্কার করেন। আসলে এটা তাঁর আসল নাম নয়। ২০০৯ সালে বিটকয়েনের মূল্য ছিলোনা বললেই চলে। ২০১০ সালে মার্চ মাসে ১ বিটকয়েন সমান ছিলো $0.003 এবং জুলাই মাসে $0.008-$0.08 এর ভেতরে থাকে। আহ্, আমি যদি বিটকয়েন সম্পর্কে জানতাম, তাহলে সব বিটকয়েন কিনে পেলতাম। পরে ২০১৩ সাল থেকে বিটকয়েনের Price Day by Day increase হতে থাকে।

আমি Crypto Market এ আসি ২০১৭ এর শেষের দিকে। তখন আমি দেখছি বিটকয়েনের Price $17K USD. এখন বর্তমানে ২০২১ এর শেষের দিকে বিটকয়েনের Price $51K USD. ২০২১ এ All Time High ছিলো $69K USD

যেইসব Exchange এ বিটকয়েন Buy-Sell করতে পারবেন

Binance

CoinBase Exchange

Houbi Global

Crypto.com Exchange

Kucoin

FTX

Gate.io

Kraken

Bitfinex


কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন